এমন ম্যাচ দেখার পর বলাই যায় পয়সা উশুল! পয়সা উশুল করার হিসেব না থাকলেও রাত্রি জাগা যে সফল তা তো বলতেই হচ্ছে। আজ ওয়েলস-বেলজিয়াম ম্যাচটি যে ক্ষণে ক্ষণে রং বদলালো। আক্রমণ, ফাউল, ‘ক্রুইফ টার্ন’- কী ছিল না আজকের ম্যাচে! দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়ে বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ওয়েলস । শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা বেলজিয়াম গোল পেল ১৩ মিনিটে। দুরূহ কোণ থেকে নেওয়া রাজা নাইনগোলানের ওই শট ঠেকানো সম্ভব ছিল না ওয়েইন হেনেসির পক্ষে। বেলজিয়ামের একের পর এক আক্রমণে ক্লান্ত ওয়েলস প্রথম...