একতলা ঘরের ছাদে বসানো হয়েছে চুলা। সেই চুলার ওপর একটি হাঁড়ি। এর ফুটন্ত তেলে একের পর এক ছেড়ে দেওয়া হচ্ছে মসলা মাখানো কলার টুকরো। এভাবে কলা দিয়ে চিপস তৈরি করছেন এক নারী। সম্প্রতি খাগড়াছড়ি শহরের কলেজপাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। চিপস তৈরিতে ব্যস্ত ওই নারীর নাম লাকী চাকমা (৩৫)। চাকরির পাশাপাশি এক বছরের বেশি সময় ধরে নিজের ঘরে এভাবেই কলার চিপস বানিয়ে আসছেন তিনি। তাঁর তৈরি করা চিপসের বেশ কদর রয়েছে এলাকায়। এ ছাড়া ঢাকাসহ দেশের নানা স্থানেও বিক্রি হচ্ছে লাকী চাকমার তৈরি করা কলার চিপস।...