ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর সুন্দর একটি ঘর কিন্তু আপনার রুচিশীল মনেরই বহিঃপ্রকাশ। দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে প্রতিদিন যদিও বা ঘরের দিকে খুব একটা মনোযোগ দেয়া হয় না কিন্তু কোন উৎসবের সময় তো আর বসে থাকলে চলবে না। আর তা যদি হয় ঈদ তাহলে তো কথাই নেই। কিভাবে ঈদে ঘর সাজাতে পারেন বলুন তো? সারা বছর খুব একটা মেহমান না থাকলেও ঈদের সময়তো অবশ্যই বাসায় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আসবেই। আ...