মুক্তির বাকি আরও তিন দিন। এর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়তে যাচ্ছে ‘জওয়ান’। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ রোববার দুপুর পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার! চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। চার বছর পর প্রিয় তারকার বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন ভক্তরা। সিনেমাটি আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। এর পর থেকে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘জওয়ান’ নিয়ে। এর আগে সিনেমাটির প্রিভিউ, গান প্রকাশের পর ব্যাপক সা...