রাজনৈতিক দল কিংবা কোনো দেশের পতাকা থাকতেই পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু পতাকা যদি হয় কোনো ব্যক্তিকে নিয়ে, তবে একটু আশ্চর্য হতেই হয়। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতে। তিনি থালাইভার (নেতা) হিসেবে পরিচিত। বর্তমানে ‘কাবালি’–ঝড়ে কুপোকাত করছেন সারা ভারত। তিনি আর কেউ নন, মহানায়ক রজনীকান্ত। রজনীর ভক্তরা তৈরি করেছেন এই পতাকা। আর রজনী যদি তাঁদের নেতাই হন, তবে তাঁর পতাকা হতেই পারে। বিশ্বে রজনীকান্ত একমাত্র অভিনেতা, যাঁকে নিয়ে পতাকা আছে। পতাকায় নীল, লাল ও সাদা রঙের ওপর একটি তারকা। আর তার মাঝ...