ঢালিউডস্টার শাকিব খানের সঙ্গে জুঁটি বেঁধেছেন নবাগতা বুবলী। এই জুটির ‘বসগিরি’ ছবির শুটিং চলাকালে দুর্ঘটনা বশতঃ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইউনিটের তড়িৎ পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পান বুবলী সহ পুরো ইউনিট! জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বিএফডিসির দুই নম্বর ফ্লোরে ‘বসগিরি’ ছবিটির শুটিং চলছিল। জ্বালানো হয়েছিল শক্তিশালী লাইট। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাজ করছিলেন নায়িকা বুবলী। লাইটের প্রচন্ড উত্তাপে সেটার সামনের কাপড়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে না দিলে ঘটে যেত বড় ধরনের দুর্...