fhytfy ভারতের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ইরানিয়ান সুন্দরী মনদানা কারিমির কথা নিশ্চয়ই মনে আছে। এর পর ‘ক্যায়া কুল হ্যায় হাম ৩’ এবং ‘ভাগ জনি’ দিয়ে বলিউডের রুপালী পর্দায় অভিষেক হয় তার। সম্প্রতি এই ইরানিয়ান সুন্দরীর বাগদান হয়ে গেল। আঙুলে এনগেজমেন্ট রিং নিয়ে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তথ্য দিয়েছেন নায়িকা নিজেই। ছবির ক্যাপশনে মনদানা লিখেছেন, ‘আই সেড ইয়েস’। গত দু’বছর ধরে দিল্লির সফল ব্যবসায়ী গৌরবের সঙ্গে ডেট করছিলেন মনদানা। মনদানা জানিয়েছেন, একটি হোটেলে হাঁটু মুড়ে তার সামনে বসে তার হাত ধরে প্রোপোজ করেন গৌরব। আঙুলে পরিয়ে দেন এনগেজমেন্ট রিং। নায়িকাও ‘হ্যাঁ’ বলতে বেশি সময় নেননি। এ বার শুধু বিয়ের জন্য দিন গুনছেন এই হবু দম্পতি। মনদানা লিখেছেন, ‘আই সেড ইয়েস’।