etgyyuh অভিনেতা ফেরদৌস বলেছেন এখনকার মহরতগুলো খুব বোরিং হয়। একেকজন আসেন খুব ধীরে, টাইমলি আসার বিষয়ে অনেক উদাসীনতা দেখা যায়। তারপরেও আনুষ্ঠানিকতা নিয়ে শুরু হয় বোরিংনেস। আমরা সে ধরনের বোরিং ব্যাপারকে এড়িয়ে যেতে চাই। গতকাল রবিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এহসান-বাপ্পী পরিচালিত শ্যাওলা ছবির মহরত অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেতা এমন কথা বলেন। উল্লেখ্য, এই মহরত অনুষ্ঠানে ফেরদৌস অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে আসেন এবং কাওয়া;লি গানের মাধ্যমে মহরত শুরু হয় আর বুফে ডিনারের মাধ্যমে শেষ হয়। শেষে কাওয়ালি নাইটসের আয়োজন করা হয়। আর শ্যাওলা ছবিতে একটি কাওয়ালি গান রয়েছে। ফেরদৌস বলেন আমি আনুষ্ঠানিকতা নিয়ে বেশি মাথা ঘামাই না। আপনারা যারা এসেছেন নতুন এই ছবির প্রতিটি বিষয় উপভোগ করবেন। ফেরদৌস বলেন, এই তিন অঞ্চলের মানুষের সমন্বিত প্রয়াসে 'শ্যাওলা' হবে তিন বাংলার ছবি। তা ছাড়া দিন দিন বাংলা ছবির বিশ্বায়ন ঘটছে। বাংলা ছবির উন্নতির জন্য সবাই এগিয়ে আসছেন। যার প্রমাণ এ ছবির প্রযোজকদ্বয়। আরও পড়ুন 'শ্যাওলা' হবে তিন বাংলার ছবি! বলেন, আমি আমার ক্যারিয়ারে বেশ কিছু নির্মাতার নির্দেশনায় তাদের প্রথম ছবিতে কাজ করেছি। মজার ব্যাপার হচ্ছে প্রতিটি ছবিই সুপারহিট ছিল। যেমন 'রানী কুটির বাকি ইতিহাস', ফারুকীর প্রথম ছবি 'ব্যাচেলর', নির্ঝরের 'আহা', সোহেলের 'খাইরুন সুন্দরী' ইত্যাদি। আশা করছি এহসান-বাপ্পির নির্দেশিত 'শ্যাওলা' ছবিটিও দর্শক গ্রহণ করবেন। 'শ্যাওলা' ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন তরুণ গায়ক সাহস মুস্তাফিজ। এ ছাড়াও তার আরো একটি গান রয়েছে। থাকবে একিটি কাওয়ালি গান। যেটি গাইবেন নাদিম কাওয়াল। দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে বলে নির্মাতারা জানান।