বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অন-স্ক্রিন রোম্যান্সে আগ্রহী বহু অভিনেত্রীই। কিন্তু কেউ কী জানেন কিং খান স্বয়ং কার সঙ্গে রোম্যান্স করতে চান? বলিউড বাদশা নিজেই জানিয়েছেন সেকথা। টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে রোম্যান্স করতে আগ্রহী শাহরুখ। সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ। ‘অ্যাক এগেইনস্ট অডস’ নামের আত্মজীবনীটি লিখেছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। এই বইতে সানিয়ার জীবনের সমস্ত অধ্যায় সম্পর্কেই বিস্তারিত তথ্য আছে। বই প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ বলেন, সানিয়ার জীবন নিয়ে স...