ajkeyjবলিউডে এখন বায়োপিকের যুগ। ‘ভাগ মিলখা ভাগ’ থেকে শুরু করে ‘মেরি কম’ হয়ে ‘দঙ্গল’— বায়োপিকে মজেছে সিনেপ্রেমীদের মন। এমন সময়েই কি না বায়োপিকে আপত্তি? তাও আবার খোদ সালমান খানের? কিন্তু কী আর করা? ভাইজানের না পছন্দ হলে সকলের বোলতি বন্ধ্! এমনিতেই খানসাবের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর ফ্যানেদের কৌতূহলের সীমা নেই। কিন্তু স্বয়ং ‘সুলতান’ বেঁকে বসলে তা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সম্প্রতি, তাঁর বায়োপিক নিয়ে প্রশ্ন করলে সালমান সটান জানান, ‘আমি কখনোই আমার বায়োপিক করার অনুমতি দেব না। কারণ যিনিই আমার বায়োপিক লিখুন না কেন, তাঁর পক্ষে আমাকে সম্পূর্ণভাবে জানা প্রায় অসম্ভব।’ শুধু তাই নয়, সল্লু ভাই জানান, কোনো নায়কই তাঁর চরিত্রে অভিনয় করতে পারবেন না। পাশাপাশি তিনি মনে করেন, তাঁর জীবন নাকি খুবই বোরিং। তাই তাঁর জীবন নিয়ে ছবি করার মতো কিছুই নেই। সূত্র: আনন্দবাজার