xfvbhgfj বলিপাড়ার খান হিরো না হলেও নিঃসন্দেহে খান-জমানায় তিনিই একমাত্র কুশলী অভিনেতা৷ যেমন স্বচ্ছন্দ তিনি অভিনয়ে, তেমনই স্বচ্ছ তাঁর বক্তব্য৷ তিনি ইরফান খান৷ সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ও দিল্লির সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কিছু বলার আর্জি জানিয়েছেন তিনি। বরাবরই তিনি স্পষ্টবাক। অন্যান্য নায়কদের মতো নিজের ইমেজ বাঁচিয়ে, হিসেব নিকেশ করে কথা বলেন না৷ যেটা ভাল মনে করেন তা বলে ফেলেন বরাবর৷ এ কারণে ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেও যেমন তাঁর বাধেনি, তেমন বাংলাদেশে হামলার পর সন্ত্রাসীদের সমালোচনা করতেও তিনি পিছপা হননি৷ সে নিয়ে তাঁকে কম সমালোচনা শুনতে হয় না, কিন্তু তিনি এরকমই৷ সেই ইরফান খান কেন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে চাইছেন? সূত্র: সংবাদ প্রতিদিন