
ক্যাটরিনা কাইফের ৩৩তম জন্মদিনের প্রাক্কালে বলিউডের সুলতান তাঁর এক্স লেডি লাভকে উইশ করতে ভোলেননি। একবার সাংবাদিকদের সামনে শুভেচ্ছা জানিয়েছেন। পরে আবার ফেসবুকেও ক্যাটকে সামাজিকভাবে জন্মদিনের উইশ করেছিলেন ভাইজান। কিন্তু, এই স্পেশাল উইশ পাওয়ার পরে ক্যাটরিনার প্রতিক্রিয়া তক্ষুণি পাওয়া যায়নি। যা থেকে হতাশ হয়েছিলেন দুই স্টারের ভক্তরা। সবাই ভেবেছিল, সুলতান এগিয়ে আসলেও সুন্দরী বোধ হয় সৌজন্য রক্ষা করবেন না। কিন্তু না, বেশী সময় নিলেন না ক্যাটরিনাও। বলিউড সুন্দরী আজই ফেসবুকে সালমানের উইশ স্টেটাসের নিচে 'থ্যাঙ্ক ইউ' লিখেছেন। আর এতেই, দুই তারার বিরাট ভক্তকুল মেতে উঠেছে খুশিতে। তাদের একটাই আশা, এবার হয়ত বরফ গলবে। হয়ত, আবার কাছাকাছি আসবে সালমান-ক্যাটরিনা। তবে, সেই সম্ভবনা নিয়ে এক্ষুণি বেশি আশা না করাই ভাল। দু'জনেই যে দু'জনের প্রতি ভদ্রতা ও সৌজন্য দেখিয়েছেন এটাই যথেষ্ট। সূত্র: জিনিউজ