ggr তিনি মা হতে যাচ্ছেন এটা নিয়ে ইতিমধ্যেই তোলাপাড় বলিউড। কিন্তু, তার মা হওয়াকে একেবারে জাতীয় বিপর্যয় বানিয়ে ফেলেছে সংবাদমাধ্যম। এমন অভিযোগে সরব হয়েছে কারিনা কাপুর খান। পাশপাশি, তার মা হওয়া নিয়ে কেন এত কথা হচ্ছে ? সে বিষয়ে প্রশ্ন তুলেছেন নবাব পরিবারের বউ। যদিও, কারিনা যা-ই বলুন না কেন, তিনি-ই যে এখন সংবাদমাধ্যমের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু, তা কিন্তু স্পষ্ট। তা না হলে, কারিনার ধমক খেয়েও তার পিছু ছাড়েননি পাপারাতজি-রা। আর তাই তো এবার কারিশ্মা কাপুর এবং করণ জোহরের সঙ্গে কারিনা কীভাবে পার্টি করলেন, এবার সেই ছবিও উঠে এসেছে ক্যামেরার ফ্লাশে। শুধু তাই নয়, পার্টি থেকে বেরোনোর সময় কারিনা যেন সংবাদমাধ্যমের দিকে তাঁকিয়ে পোজ দেন, সেই অনুরোধও বার বার করা হয় তাকে। কারিনা অবশ্য সাংবাদিকদের এই অনুরোধ রক্ষা করেন।