অয়েলি স্কিনের জন্য ভালো কিছু ময়েশ্চারাইজার ক্রিম আছে। তবে, অনেকেই চান কেমিক্যাল থেকে স্কিনকে দূরে রাখতে। তাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস-কে তারা বেশ প্রাধান্য দেন। তাই ঘরে বসেই একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে অয়েলি স্কিনের জন্য ময়েশ্চারাইজার নিজেই বানাতে পারবেন, সেটিও একটু জানিয়ে দেই। এজন্য যা যা উপকরণ লাগবে-
- অ্যালোভেরা জেল
- গোলাপ জল
- টি ট্রি অয়েল
যেভাবে তৈরী করবেন- একটি বাটিতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ গোলাপজল এবং কয়েক ড্রপ টি ট্রি অয়েল নিয়ে ভালোভাবে মিক্স করে নিন। ব্যস!! আপনার অয়েলি স্কিনের জন্য ময়েশ্চারাইজার-টি রেডি। একটি ক্লিন কৌটায় ময়েশ্চারাইজার-টি ঢেলে নিন। এটি চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। নরমাল ময়েশ্চারাইজার-এর মত করেই এটি মুখ ধুয়ে টোনার লাগানোর পরে ব্যবহার করবেন। এই তো ছিল অয়েলি স্কিন ময়েশ্চারাইজড রাখা নিয়ে যত কথা। আশা করছি, আপনাদের অনেক বেশী হেল্প হবে।