বিরাট কোহলি ও আনুশকা শর্মার ভাঙা প্রেম কি জোড়া লাগল? তেমনই খবর বেরিয়েছে ভারতের মিডিয়ায়। কয়েক মাস আগে এই সেলিব্রিটি জুটির প্রেম ভাঙার খবর মিলেছিল। যদিও তারা দুজন কখনো তা স্বীকার করেননি। আস্বীকারও করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট আনুশকাকে আন ফলো করলে খবর হয়। সম্প্রতি আবার টুইটার ও ইন্সটাগ্রামে আনুশকাকে ফলো করতে শুরু করেছেন বিরাট। দিনটি ছিল ১ মে। আর সেদিন ২৮ বছর হলো আনুশকার। বলিউড অভিনেত্রীর জন্মদিনে তাকে দুই মাধ্যমেই ফলো করতে শুরু করেছেন কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক অবশ্য কয়েক দিন...