‘ব্যাটম্যান’ ও ‘সুপারম্যানে’র মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দুজনের লড়াইয়ে কে জিতবে, এ নিয়ে দ্বিধাবিভক্ত সবাই। কিন্তু সব তর্কের অবসান হয়ে গেল এক ঝটকায়। ব্যাটম্যান নিজেই কুর্নিশ করছেন সুপারম্যানকে। সুপারম্যানের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে বলছেন, ‘তুমিই সেরা।’ না, ডিসি কমিক্সের ‘ব্যাটম্যান বনাম সুপারম্যান: ডন অব জাস্টিস’ চলচ্চিত্রে নতুন করে সংযুক্ত কোনো দৃশ্য নয়। এই সময়ের সেরা ব্যাটসম্যান কে এই প্রশ্নে এবি ডি ভিলিয়ার্সকেই সেরা বলছেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলি। এ দুজনের প্রসঙ্গে কথা বলতে গিয়...