
বিরাট কোহলি ও আনুশকা শর্মার ভাঙা প্রেম কি জোড়া লাগল? তেমনই খবর বেরিয়েছে ভারতের মিডিয়ায়। কয়েক মাস আগে এই সেলিব্রিটি জুটির প্রেম ভাঙার খবর মিলেছিল। যদিও তারা দুজন কখনো তা স্বীকার করেননি। আস্বীকারও করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট আনুশকাকে আন ফলো করলে খবর হয়। সম্প্রতি আবার টুইটার ও ইন্সটাগ্রামে আনুশকাকে ফলো করতে শুরু করেছেন বিরাট।
দিনটি ছিল ১ মে। আর সেদিন ২৮ বছর হলো আনুশকার। বলিউড অভিনেত্রীর জন্মদিনে তাকে দুই মাধ্যমেই ফলো করতে শুরু করেছেন কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক অবশ্য কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে খুব রেগে গিয়েছিলেন। আনুশকার সাথে তার সম্পর্কের কথা জিজ্ঞেস করলে মিডিয়াকে বেশ একহাত নিয়েছিলেন তিনি।
২০১৩ সালে একটি বিজ্ঞাপন করতে গিয়ে এই সেলিব্রিটি জুটির পরিচয়। তারপর প্রেম। এবং সব বিশেষ দিনে তারা একে অন্যের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন। গত বছর কোহলির ২৭তম জন্মদিনের আগে মোহালিতে চলে গিয়েছিলেন আনুশকা। সেখানে টেস্ট খেলছিলেন কোহলি।
ভাঙনের কথা জানা গেলেও কিছুদিন আগে শোনা গিয়েছিল এই দুজন ডিনার ডেট করেছেন। এখন আনুশকার কাছের একটি সূত্র জানিয়েছে, "বিরাট ও আনুশকা আবার এক হয়েছে সম্প্রতি। তখন থেকে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। সুযোগ পেলেই তারা ডিনারে যাচ্ছে, বন্ধুর বাড়িতে দেখা করছে। আনুশকার জন্মদিনে দেখা করা সম্ভব হয়নি। আনুশকা সুলতানের শুটিং করছিল। বিরাট আইপিএলে ব্যস্ত ছিল। বিরাট ফিল্ম সেটে বড় একটা ফুলের ডালি পাঠিয়েছিল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফলো করতে শুরু করে। তাদের মধ্যে সব ঠিক আছে এই বার্তাটাই দুনিয়াকে দিতে চেয়েছে বিরাট।