বেঙ্গালুরুতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ের আগেই দলে তাসকিন আহমেদকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।গত দুই দিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান যোগাযোগ রক্ষা করে চলেছেন আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে। বোর্ড সভাপতি তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে।এদিকে তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করণীয় ঠিক করতে আজ রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডেরশীর্ষ কর্মকর্তারা। আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন তো করা হবেই, বিসিবির চাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।তাসকিনের রিপোর্টের বিরুদ্ধে কিছু পাল্টা যুক্তি দিয়ে তাঁর বোলিংয়ের নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব স্থগিতের আবেদন করেছে বিসিবি। সম্ভব হলে সেই স্থগিতাদেশ তারা চায় অস্ট্রেলিয়া ম্যাচের আগেই। যুক্তিগুলো কী, সেটা জানাতে রাজি না হলেও নাজমুল হাসান বলেছেন, কিছু যুক্তি দিয়ে আমরা দাবি করেছি নিষেধাজ্ঞাটা স্থগিত করা হোক। এটা প্রত্যাহার করতে পারে একমাত্র আইসিসি। নিষেধাজ্ঞা তারা দিয়েছে, প্রত্যাহার করতে হলেও তাদেরই করতে হবে।স্বাভাবিক নিয়মে অ্যাকশন অবৈধ ঘোষণার সাত দিনের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানোর নিয়ম। কিন্তু সেটি অনেক দীর্ঘ প্রক্রিয়া বলে আপাতত সে পথে যাচ্ছে না বিসিবি। নাজমুল হাসানের ভাষায়, ওটা অনেক লম্বা প্রক্রিয়া। তবে সে পথে যাওয়ার সময়ও আমাদের হাতে আছে। আমি আগে চেষ্টা করছি সংক্ষিপ্ত প্রক্রিয়ায় তাৎক্ষণিক কিছু করা যায় কি না।সে ক্ষেত্রে এই বিশ্বকাপেই তাসকিনের ফেরার খুব সামান্য হলেও সম্ভাবনা আছে বলে মনে করেন সভাপতি। সে কারণেই এখনো দলের সঙ্গে রাখা হয়েছে তাসকিনকে।