্জjkf ব্রাজিল গ্রেট রোনালদিনহোর মতে, লিওনেল মেসিই বিশ্ব সেরা ফুটবলার। সাবেক বার্সেলোনা সতীর্থ রোনালদিনহো গতকাল বলেছেন, আর্জেন্টিনাকে আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্টের শিরোপা এনে দিতে না পারলেও মেসিই বিশ্ব সেরা। গত মাসে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫৫ গোল করা ২৯ বছর বয়সী মেসি। পাঁচবারের বিশ্ব সেরা ফুটবলারের খেতাব পাওয়া মেসি তিনবার কোপা আমেরিকা এবং ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। তবে প্রত্যেকবারই পরাজিত হয়েছেন। সম্প্রতি পর্তুগালের হয়ে ইউরো-২০১৬ ফুটবলের শিরোপা জিতেছেন ফিফার সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কারে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালডো। ফলে নতুন করে বিতর্ক উঠেছেন এ দু’জনের মধ্যে কে বিশ্ব সেরা ফুটবলার। গতকাল সাংবাদিকদের রোনালদিনহো বলেন, ''আমার কাছে মেসি অবসর নেয়ায় বিশ্ব ফুটবলের কোন পরিবর্তন হয়নি।'' ভারতের প্রিমিয়ার ফুটসাল লীগে খেলতে আসা রোনালদিনহো বলেন, ''এখনো তিনি বিশ্বসেরা ফুটবলার। আদৌ তার প্রতি আমার শ্রদ্ধা এতটুকু কমেনি...। এবং সত্যি যদি তিনি আন্তর্জাতিক ফুটবল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে খেলাটি তার উপস্থিতি মিস করবে এবং ভক্তরাও।'' ২০০৩ সাল থেকে পাঁচ বছর বার্সেলোনায় খেলা রোনালদিনহো বলেন, ন্যু ক্যাম্পে থাকাকালীন তিনি মেসিকে দেখাশোনা করেছেন। তিনি বলেন, ''নেইমারকে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনায় পাঠিয়ে ব্রাজিলও আর্জেন্টিনার পদাঙ্ক অনুসরণ করেছে।'' ৩৬ বছর বয়সী রোনালদিনহো বলেন, ''আমি এখানে দেখতে আসিনি। তবে আমার বিশ্বাস মেসির জন্য আমার যেমন মনোযোগ ও ডেডিকেশন ছিল ঠিক নেইমারের জন্যও একই কাজ করছেন মেসি। কেননা, তরুণ একজন খেলোয়াড়ের জন্য অভিজ্ঞ একজনের অভিজ্ঞতা শেয়ার করাটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে, এ কারণেই নেইমার ক্লাব ও তাদের স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে।'' গত বছর ব্রাজিলিয়ান ফ্লুমিনেসের সঙ্গে দুই মাসের একটা স্পেল শেষ করার পর থেকে ক্লাববিহীন আছেন রোনালদিনহো এবং ইন্ডিয়ান সুপার লিগে খেলার আশা ছাড়েননি। ২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী এ তারকা বলেন, ''আমি নিশ্চিত নই। তবে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি সেখানেই যাবো এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার বিষয়টি বিবেচনা করবো।