jku,g আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফোন করে বলেছেন অবসরের সিদ্ধান্ত বদলে ফিরে আসতে। গণমাধ্যমের কৌতূহল, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবিরত আলোচনা আর অনুমানের ভিড়। কোপা আমেরিকার ফাইনালে হারের পর লিওনেল মেসির অবসরের ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বসেরা এই ফুটবলারের কাছে সিদ্ধান্ত বদলের নানামুখী অনুরোধের ঢেউ দেখে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বলছেন একটাই কথা, মেসিকে মেসির মতো থাকতে দাও! কিছুদিন আগে মেসির নেতৃত্বগুণ নেই বলে মেসিভক্তদের কাছে শত্রুতে পরিণত হওয়া ডিয়েগো ম্যারাডোনা এখন মেসির পাশে। বলছেন, যারা কখনো বলে পা ছোঁয়ায়নি তারাই কিনা এখন মেসির সমালোচনায় মুখর। লা রেড রেডিওতে দেওয়া সাক্ষাত্কারে ম্যারাডোনা সাফ বলে দিয়েছেন, “আমার চোখে মেসিই বিজয়ী। মেসিকে এখন তার মতো করে ছুটিটা কাটাতে দিন। আমাদের এখন একটা সামগ্রিক ধারণা তৈরি করতে হবে। এরপর মেসি যদি বলে ‘আমি আর খেলতে চাই না’ তাহলে অন্য একটা দল বানাতে হবে।” ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কটা ভালো যায়নি। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করছেন, এএফএ নিশ্চয়ই এমন কিছু করেছে যাতে চরম সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন মেসি, ‘আমার মনে হয় আমাদের তরফ থেকেই বড় কোনো ভুল হয়েছে, কারণ এএফএ এমনই। আর্জেন্টিনার ফুটবল এমনই এবং আমাদের এর মূল্য দিয়ে যেতেই হচ্ছে।’ তবে এ দলটার বিশ্বাসের ঘাটতি আছে বলেই মনে করেন ম্যারাডোনা, ‘(১৯৮৬ বিশ্বকাপে) আমরা কিন্তু চিলিকে হারাতে বিশ্বকাপে যাইনি, আমরা গিয়েছিলাম জার্মানিকে হারিয়ে কাপ জিততে। নিশ্চয়ই বুঝতে পারছেন দুটি দলের মধ্যে কোন পার্থক্যের কথাটা আমি বলতে চাচ্ছি।’ গোল ডটকম