আপনি হয়তো রোজ রুটিন মেপে খাবার তালিকাটি মেনে চলছেন। কিন্তু এরই মধ্যে একটি-দুটি নিমন্ত্রণের সংবাদ এসে হাজির! আর সামনেই ঈদ। এ সময়টায় পরিবার কিংবা বন্ধুমহলের কাছ থেকে পাওয়া হয় বেশ কয়েকটি নিমন্ত্রণ। আর সেগুলোতে না গেলেই যে নয়। ফলে স্বাভাবিকভাবেই আপনার প্রতিদিনকার ডায়েটে হেরফের হতে পারে। আবার এদিকে ঈদের দিনে সামান্য পায়েস কিংবা ফিরনি তো না করার উপায় নেই। সে ক্ষেত্রে কী করবেন? আছে সমাধান পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো বলেন, ‘শুধু কোনো দাওয়াত নয়, এমনিতেও দেখা যায় কেউ হয়তো দীর্ঘদিন একটানা ডায়েট করেছেন...