বাইরে প্রচন্ড রোদ। সাথে ধূলো-বালিতে ঘেমে চুলের চিটচিটে অবস্থা। এ থেকেই মাথায় খুশকির সূত্রপাত হয়। নিষপ্রাণ হয়ে যায় চুল। শুরু হয় চুল পড়া। চর্ম বিশেষজ্ঞদের মতে গরমে ঘাম ও ধুলাবালুর কারণে চুলের গোড়ায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের উপদ্রব হতে পারে। এ সময় চুল পরিস্কার রাখা সবচেয়ে জরুরি। প্রয়োজনে প্রতিদিন চুল শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয় অনেকরই এমন ধারণা। কিন্তু বাস্তবে তা নয়। শ্যাম্পুর কাজ হচ্ছে চুল পরিচ্ছন্ন করা। এ ছাড়া খুশকির জন্য চুল পড়ছে,এ ধারণাও ভুল। বরং গরমে চুল ঘে...