আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিসই আছে যা রূপচর্চায় অমূল্য সম্পদ হিসেবে কাজ করে। কিন্তু আমারা অনেকেই তা জানি না। এমনই একটি নাম হল বেকিং সোডা। যা শুধু রান্না নয়, ব্রণ দূর করতে ও ত্বক উজ্জ্বল করতেও দারুণ কাজ করে। ব্রণ কিংবা অ্যাকনে: ছেলে কিংবা মেয়ে সবার কিন্তু এই সমস্যাটা আছে। এই ব্রণ তাড়াতেই পার্লার থেকে ডাক্তার কোথায় না কোথায় গিয়েছেন। কিন্তু সমাধান রয়েছে আপনার রান্নাঘরে। বেকিং সোডা জল দিয়ে গুলে লাগান ব্রণ কিংবা অ্যাকনের উপর। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দু’দিন লাগালেই দেখবেন অনেক কমে গেছে।...