আলু –
আলু স্লাইস করে কেটে ত্বকে ঘষুন ১৫ মিনিট। আরও ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। আলু পেস্ট করেও ত্বকে লাগিয়ে রাখতে পারেন।
হলুদ ও লেবু –
হলুদ গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। দূর হবে রোদে পোড়া দাগ।
তরমুজ –
তরমুজের টুকরা ফিরে রেখে ঠাণ্ডা করুন। বাইরে থেকে ফিরে ত্বকে ঘষে নিন ঠাণ্ডা তরমুজ। কমে যাবে রোদে পোড়া দাগ।
লেবু ও গোলাপজল –
৫ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। দ্রবণটি ত্বকে লাগিয়ে রাখুন রাতে ঘুমাতে যাওয়ার আগে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
বেসন, দুধ ও লেবু –
১ টেবিল চামচ বেসনের সঙ্গে ২ চা চামচ দুধ মেশান। কয়েক ফোঁটা লেবুর রস দিন মিশ্রণে। মিশ্রণটি রোদে পুড়ে যাওয়া ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
টমেটো ও লেবু –
একটি টমেটো ব্লেন্ড করে লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কমে যাবে রোদে পোড়া দাগ।