বিয়ে করতে এখনও দুই থেকে তিন বছর। কিন্তু পরের বছরের মধ্যে এনগেজমেন্ট সেরে ফেলতে পারেন। এমনটাই জানিয়েছেন আশা নেগি। পাঁচ বছর ধরে সম্পর্কে আছেন হৃত্বিক ধনজানি ও আশা নেগি। সম্পর্কের কথা কখনও লুকোননি তাঁরা। নাচ বলিয়েতে তাঁরা একসঙ্গে পারফর্মও করেন। আশা জানিয়েছেন, এখন তাঁরা যেমন আছেন, ভালো আছেন। পরিস্থিতিটা উপভোগ করছেন। বিয়ের এখনও বছর দুই-তিন দেরি। কিন্তু সব ঠিক থাকলে পরের বছরই বাগদানপর্ব সেরে ফেলতে পারেন। এখন তিনি ও হৃত্বিক, দুজনই ক্যারিয়ারের দিকে নজর দিতে চান বলে জানিয়েছেন আশা। তিনি আরও জানিয়েছ...