২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানেরটির মাধ্যমে হঠাৎ করেই গানের জগতে আগমন শিল্পী আসিফ আকবরের। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সিনেমায় প্লেব্যাক এবং ত্রিশটিরও বেশি অ্যালবামের মাধ্যমে এদেশের সংগীত জগতে গড়ে নিয়েছেন নিজের পাকাপোক্ত আসন। সম্প্রতি বাংলাদেশের সংগীতাঙ্গনের বিদ্যমান সম্যসা, সংগীতের গতিপথ ও সম্ভাবনার দিকগুলো নিয়ে গ্লিটজের সাথে কথা বললেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী। গ্লিটজ: গানের কপিরাইট কার পাওয়া উচিত? আসিফ আকবর: আন্তজার্তিক আইন অনুযায়ী কিংবা আমাদের প্রতিবেশী...