বসন্ত যাই যাই করছে। চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। ঢাকার নয়, এটা মৌলভীবাজারের আবহাওয়া পরিস্থিতি। প্রকৃতির এই রোদ-বৃষ্টির লুকোচুরিকে সামাল দিয়েই মৌলভীবাজারে টিলার ওপর গাছপালাঘেরা এক অবকাশযাপন কেন্দ্রে চলছে শুটিং। গত বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে মাহফুজ আহমেদ ও এজাজুল ইসলাম। বেশ কয়েকটি শট নেওয়ার পর নির্মাতা মাসুদ সেজান যখন ‘কাট’ বললেন, শিল্পীরা তখনই সুযোগ পেলেন কথা বলার। শুটিং–বিরতিতে তাঁরা জানালেন, ঈদের জন্য নির্মিত সাত পর্বের নাটক লাভ অ্যান্ড কোং-এর জন...