cxfgc গত ১ এপ্রিল জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা খানের বিয়ে হয় লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কায়সার খানের সাথে। একই মাসের ৩ তারিখ অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা। ঈশিকার স্বামী কায়সার খানের বাবা মৌলভীবাজারের স্বনামধন্য ব্যবসায়ী এবং সাকুরা গ্রুপের সিইও কামাল খান। এদিকে এক মাসের মাথায় মিডিয়ায় ঈশিকার বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ঈশিকা। তার দাবি ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। ঈশিকা বলেন, আমি কোথাও এ ধরনের কথা বলিনি। আমি আমার স্বামীকে নিয়ে সুখেই আছি, ভালো আছি। ঈশিকা আরও বলেন, আমার স্বামী কায়সার খান বর্তমানে ব্যবসার কাজে কাজে ইংল্যান্ডে রয়েছেন এই ফাঁকে আমি মায়ের বাসায় কিছুদিনের জন্য এসেছি। ঈশিকা বিস্ময় প্রকাশ করে বলেন, মায়ের বাসায় আসার ঘটনাকে কিভাবে বিয়ে ভাঙার খবর বানিয়ে দেওয়া হলো? আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি এবং মতের অমিলও দেখা যায়নি। আমরা দুজন সারাজীবন ভালোভাবেই একসাথেই কাটাতে চাই।