প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী নিয়েই সাব্বির খান ২০০৯ সালে তাঁর প্রথম ছবি ‘কমবখত ইশক’ বানিয়েছিলেন। ছবির তারকা ছিলেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর। কিন্তু বক্সঅফিসের ভাগ্য সে যাত্রা সুপ্রসন্ন হয়নি। তাই হয়তো সাব্বির খান নিজে প্রস্তুত হতে সময় নিলেন। প্রায় পাঁচ বছর পর নতুন নায়ক টাইগার শ্রফকে নিয়ে বানালেন দ্বিতীয় ছবি ‘হিরোপান্তি’। টাইগারও নতুন নায়ক হিসেবে জানপ্রাণ দিয়ে মেহনত করেছিলেন। এর ফল, বক্স অফিসের পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেল ছবিটি। এরপর সাব্বির খান টাইগার শ্রফকে আবার নিলেন ‘বাঘি’ ছবিতে। এবারও সা...