gjfk দলবল নিয়ে আবার আসরে নামতে চলেছেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের দুঁদে অফিসার জয় সিং রাঠোর। আর এবারও এই জয় সিং রাঠোরের ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। এর আগে দেশের হবু প্রধানমন্ত্রীকে আততায়ীর হাত থেকে বাঁচাতে দলবল নিয়ে আসরে নেমেছিলেন এই জয় সিং রাঠোর। সেটা ছিল জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘‌২৪’‌, যার প্রযোজনায় ছিলেন স্বয়ং অনিল কাপুর। আর এবার শুরু হচ্ছে সেই ধারাবাহিকেরই সিক্যুয়েল ‘‌২৪-‌সিজন ২’‌। কালার্স চ্যানেলে আসছে এই ধারাবাহিক। প্রথম অভিযানে দেশের হবু প্রধানমন্ত্রীর প্রাণরক্ষার পর এবার জয় সিং রাঠোরের সামনে আরও কঠিন, আরও বড় মিশন। তাঁর ওপরেই নির্ভর করে আছেন এই দেশের অগণিত নাগরিক, সুস্থ থাকবেন না প্রাণ হারাবেন। সেই গভীর চক্রান্ত থেকে কীভাবে দেশের মানুষকে রক্ষা করেন জয়, তাই নিয়েই এবারের গল্প। আগের ‘‌২৪’‌-‌এর পর এই ‘‌২৪-‌সিজন ২’‌-‌এরও পরিচালনায় আছেন অভিনয় দেও এবং প্রযোজনায় বলাই বাহুল্য অনিল কাপুর। এর আগে ‘‌২৪’‌ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অনুপম খের, শাবানা আজমি, মন্দিরা বেদি, টিসকা চোপড়ার মতো পরিচিত ও জনপ্রিয় অভিনয় শিল্পীরা। তবে এই নতুন ধারাবাহিকে তাঁরা কেউ অভিনয় করছেন না। রেসিল ডি’‌সিলভার গল্প ও চিত্রনাট্য অবলম্বনে এই নতুন ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করবেন আশিস বিদ্যার্থী, সাক্ষী তানওয়ার, নীল ভূপালম, হর্ষ ছায়া, অনিতা রাজ বা অঙ্গদ বেদির মতো অভিনয় শিল্পীরা। সম্প্রতি মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে মুক্তি পেল এই নতুন ধারাবাহিকের ট্রেলার। সংবাদ সম্মেলনে অনিল কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন আমির খান ও সোনম কাপুর। ‘‌এর আগে ‘‌২৪’ ধারাবাহিকের বেশ কিছু অংশ দেখেছিলাম। বেশ ভাল লেগেছিল। অনিলের প্রাণশক্তি তো অসাধারণ। আশা করছি এই নতুন ‘‌২৪’–ও বেশ জনপ্রিয় হবে’,‌ জানিয়েছেন আমির খান। তবে চ্যানেল কর্তৃপক্ষের আশা অ্যাকশন, থ্রিল আর নাটকীয় দ্বন্দ্বে এই নতুন ‘‌২৪’‌ ছাপিয়ে যাবে আগের ’‌২৪’–‌কেও। অনিল কাপুরও তাঁর স্বভাবগত আত্মবিশ্বাসেই জানালেন, ‘‌ধারাবাহিক ‘‌২৪’‌-‌এর একমাত্র প্রতিদ্বন্দ্বী আগের ‘‌২৪’‌। আমাদের এবারের লক্ষ্য সেই সাফল্যকেও ছাড়িয়ে যাওয়া।’‌ কেমন এই ধারাবাহিকের গল্প?‌ আগের গল্প ঠিক যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয়েছে এই নতুন গল্পের। নায়ক জয় সিং রাঠোরের একটা অন্ধকার জীবন আছে। সেই জীবন নিয়ে খুশি নয় জয়ের ছেলে ইনটেলিজেন্স ব্রাঞ্চেরই কর্মী বীর। তিনি সেই সূত্রে বাবার বিরোধিতা করে। কিন্তু মেয়ে কিরণ সমর্থন করে বাবাকে। সে যাই হোক, ড্রাগ মাফিয়া হারুন হুমকি দিয়েছে, তার জেলবন্দী ভাই রোশনকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। তার কথা অমান্য করলে সে বাতাসে মিশিয়ে দেবে এক বিষাক্ত ভাইরাস, যা হবে এই দেশের অগণিত মানুষের মৃত্যুর কারণ। এই হুমকিতে ভয় পেয়ে এ টি ইউ প্রধান শিবানী দেখা করেন প্রধানমন্ত্রী আদিত্য সিংহানিয়ার সঙ্গে। আদিত্য পরামর্শ দেয় জয় সিং রাঠোরকে আসরে নামাতে। তারপর?‌ জয় সিং রাঠোর কি পারলেন এই গভীর চক্রান্তকে ব্যর্থ করে দিতে?‌ ধারাবাহিকে হারুনের ভূমিকায় অভিনয় করেছেন সিকান্দার খের। রোশনের ভূমিকায় আছেন আশিস বিদ্যার্থী। জয়ের ছেলে বীরের ভূমিকায় অক্ষয় অজিত সিং আর মেয়ে কিরণের ভূমিকায় স্বপ্না পাব্বি। আর এ টি ইউ প্রধান শিবানী মালিকের ভূমিকায় সাক্ষী তানওয়ার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আকাশ খুরানা, সুধাংশু পান্ডে, মধুরিমা তুলি। উল্লেখ্য, ‘‌২৪-‌সিজন ২’‌ শুরু হচ্ছে আগামী জুলাইতে।