চুলের গোড়া মজবুত করে, চুলকে সিল্কি ঝলমলে করে তুলতে মেহেদি পাতা অতুলনীয়। প্রাচীনকাল থেকে চুলের যত্নে মেহেদি ব্যবহার করা হয়। প্রাকৃতিক উপায়ে চুল রং করতেও মেহেদি বেশ কার্যকর। এই মেহেদি mehedi পাতা দিয়ে এক ধরণের তেল তৈরি করা হয়, যা চুল পড়া hair fall রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেল তেল এবং মেহেদি পাতার সমন্বয়ে তৈরি এই তেলটি চুলের অনেকগুলো সমস্যা সমাধান করে দেবে নিমিষেই।যা যা লাগবে: ১। ৫০০ মিলিটার নারকেল তেল ২। কিছু তাজা মেহেদি পাতা যেভাবে তৈরি করবেন: ১। মেহেদি পাতা কুচি করে পেস্ট ত...