
মেয়েদের ত্বকের প্রধান শত্রু হল ব্রণ। কমবেশি সবধরণের ত্বকে এই ব্রণ দেখা দিলেও, তৈলাক্ত ত্বকে ব্রণ একটু বেশি হয়ে থাকে। একবার ব্রণ Acne হলে সেটি সহজে দূর করা যায় না। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্রণ স্থায়ী হয়। এরপর ব্রণ দূর হলেও ব্রণের দাগ দূর হতে সময় আরও কিছুদিন।
ব্রণ এবং ব্রণের দাগের কারণে অনেকেই ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। ব্রণের দাগের জন্য কি দাওয়াত অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিবেন? একদমই না। সহজে কিছু মেকআপ কৌশলে ব্রণ এবং ব্রণের দাগ Acne spots ঢেকে পেয়ে যান নিখুঁত সুন্দর ত্বক।
যা যা লাগবে:
যেভাবে মেকআপ করবেন:
১। প্রথমে প্রাইমার ত্বকে ভাল করে ম্যাসাজ করে লাগিয়ে নিন।
২। এবার কারেক্টর প্যালেটের সবুজ রংটি ব্রণ এবং ব্রণের দাগের উপর লাগিয়ে হালকা করে ম্যাসাজ করে নিন।
৩। এবার স্পঞ্জে কনসিলার লাগিয়ে সবুজ রং এর উপর ম্যাসাজ করে নিন।
৪। লিকুইড ফাউন্ডেশন ভাল করে ম্যাসাজ করে লাগান।
৫। সেটিং পাউডার দিয়ে অল্প করে ব্রাশ করুন।
৬। সবশেষে ম্যাক পাউডার লাগিয়ে মেকআপ শেষ করুন।
৭। এবার আয়নায় নিজেকে দেখুন তো, কোন ব্রণ বা ব্রণের দাগ দেখা যায় কিনা!