ykfi সুযোগ্য বাবার সুযোগ্য ছেলে। কেন একথা বলছি? নীচের ছবিটা দেখলে আপনি নিজেই কারণ আন্দাজ করতে পারবেন। ঠিকই ধরেছেন এই বাবা-ছেলের জুটি হলেন শাহরুখ খান এবং আব্রাম খান। দীর্ঘ সময় ধরে অনস্ক্রিনে তাবড় সুন্দরীরা শাহরুখের বক্ষলগ্না। পর্দার বাইরেও নারী মহলের সঙ্গে বাদশার দারুণ দোস্তি। এবার সেই পথেই হাঁটতে শুরু করছে চার বছরের ছোট্ট আব্রামও। একদিকে যখন দাদা আরিয়ান থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছে সে সময় মুম্বাইতে আব্রামকে দেখা গেল কুল মেজাজে। সঙ্গী এক গার্লফ্রেন্ড! তার সঙ্গে খেলার শেষে সানগ্লাস পরে আবার পোজও দিল ছোটে খান। সূত্র: আনন্দবাজার