oji স্বনামধন্য পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের 'এতো প্রেম এতো মায়া' ছবিতে প্রথমবারের মতো একে অন্যের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ইন্ডাস্ট্রির নতুন হার্টথ্রুব সাইমন ও বিউটি গার্ল পিয়া বিপাশা। স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনালের প্রযোজনায় 'এতো প্রেম এতো মায়া'র চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। মানিক জানান, নতুন ভাবনায় রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। সাইমন ও বিপাশা দুজনেরই রোমান্টিক ঘরানার শিল্পী হিসেবে কদর রয়েছে। সেই ভাবনা থেকেই এই দুজনকে এক করে ছবি করতে যাচ্ছি। 'এতো প্রেম এতো মায়া' ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন ও পিয়া বিপাশা। ছবিটিতে সাইমন-পিয়া ছাড়াও দেখা যাবে জনপ্রিয় চলচ্চিত্র জুটি ফেরদৌস-শাবনূরকে। এই দুই তারকাকে নতুনভাবে উপস্থাপন করা হবে গল্পে। এখানে শাবনূরের চরিত্রের নাম অর্পিতা। শাবনূর একজন গানের শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন। আর ফেরদৌসের চরিত্রটা চমক রাখতে চাইলেন নির্মাতা। সংগীত পরিচালনায় থাকবেন জে কে মজলিশ, প্রিতম ব্যানার্জি। গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।