ASCOT, UNITED KINGDOM - JUNE 18: (EMBARGOED FOR PUBLICATION IN UK NEWSPAPERS UNTIL 48 HOURS AFTER CREATE DATE AND TIME) Aishwarya Rai attends Day 1 of Royal Ascot at Ascot Racecourse on June 18, 2013 in Ascot, England. (Photo by Max Mumby/Indigo/Getty Images) দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। চ‍ারদিকে কান পাতলে এখন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে টুইটারে এ খবরটি নিয়ে একটু বেশি আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। গত শুক্রবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের তৃতীয় দিনে অ্যাশ দ্যুতি ছড়িয়েছেন লালগালিচায়। তারপর থেকেই এই প্রশ্নটির সৃষ্টি হয়। কুয়েতের আলি ইউনিসের ডিজাইন করা গাউন পরে ও নিজের মোহময়ী রূপ দিয়ে দুনিয়াকে মাত করেছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। লালগালিচায় নিজেকে ফুটিয়ে তুলতে কোনো ত্রুটি রাখেননি ঐশ্বরিয়া। তবে অনেকেই ঐশ্বরিয়ার ত্রুটি খোঁজার চেষ্টার করেছেন। আর সেই ত্রুটি খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়ার শারিরীক গঠনে। কারণ বলিউডের এই অভিনেত্রীর পেট দেখে অনেকেই মনে করছেন আবারও মা হতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে টুইটারে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে এ বিষটিকে মিথ্যা দাবি করে ঐশ্বরিয়ার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা খবর। তবে তিনি (ঐশ্বরিয়া) কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে এসে তার পরবর্তী ছবির ঘোষণা দেবেন।