21 চুল পড়া সমস্যা ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে। ঠিক কতটা চুল পড়লে আপনি একে চুল পড়া সমস্যা বলবেন? হেয়ার এক্সপার্টদের মতে প্রতিদিন ১০০ চুল পড়া স্বাভাবিক। ১০০ টার বেশি চুল পড়লে তখন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কী কী কারণে চুল পড়তে পারে? তা কি জানেন? চুল পড়া রোধ করার আগে এর কারণগুলো জেনে নেওয়া যাক। কারণ: মানসিক দুশ্চিন্তা গর্ভবস্থায় অনেক সময় চুল পড়ার পরিমাণ বেড়ে যায় আয়রনের অভাব বিভিন্ন অসুখের কারণে বংশগতভাবে আমিষের অভাবে বিভিন্ন ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অতিরিক্ত ওজন হ্রাস ইত্যাদি একটি মাত্র উপায়ে যদি এই চুল পড়া রোধ করা যায়, তবে কেমন হয় বলুন তো? দারুন না? আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই জাদুকরী উপায়টি। যা যা লাগবে: – ১ লিটার পানি – পেয়ারা পাতা যেভাবে তৈরি করবেন: ১। এক লিটার পানিতে এক মুঠো পেয়ারা পাতা দিয়ে ২০ মিনিট সিদ্ধ করুন। ফুটে আসলে চুলা থেকে নামিয়ে ফেলুন ২। এবার এটি ঠান্ডা করতে রাখুন। ৩। ঠান্ডা হয়ে গেলে এটি মাথার তালুতে ম্যাসাজ করুন। এভাবে কয়েক ঘন্টা রাখুন। ৪। তারপর শ্যাম্পু করে ফেলুন। ৫। এছাড়া এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার তালুতে ম্যাসাজ করুন। সারা রাত এভাবে রাখুন। ৬। পরের দিন সকালে চুল ধুয়ে ফেলুন। ৭। এটি প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করুন। কার্যকারণ: প্রাকৃতিক উপায়ে চুল গজাতে এটি বেশ কার্যকর। পেয়ারা পাতায় ভিটামিন বি রয়েছে যা চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি চুলের ফলিক অ্যাসিড তৈরি করে চুলের গোড়া মজবুত করে থাকে। এই একটি উপায় আপনার চুল পড়া রোধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে তুলবে।