ভারতের বিপক্ষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের কঠিন লড়াই। বাংলাদেশ ও ভারতের ম্যাচ বরাবরই কঠিন লড়াইয়ের এই কঠিন ম্যাচে চারটি বড় চমক নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার লড়াই দিয়ে যাত্রা শুরু করছে এশিয়াকাপ। এই লড়াইয়ের দিকে তাকিয়ে ভারত ও বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটগাগল। বাংলাদেশ টিমে বড় চমকের নাম মুস্তাফিজ। পুরোপুরি ফিট তিনি। এর আগে ভারতকে একাই গুটিয়ে দিয়েছেন তিনি। এই মুস্তাফিজই বাংলাদেশের সেরা চমক। তবে ভারত মোটেই কম অনুশীলন করছে এই কাটারকে নিয়ে। বাংলাদেশ দলে দ্বিতীয় চমকের নাম আবু হায়দার রনি। কয়েকদিন আগে দলে ডাক পেয়েই এশিয়াকাপ খেলতে যাচ্ছেন তিনি। দলের তৃতীয় চমক হিসাবে থাকবেন এর আগে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকার। অন্যজন দলেন দেশের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট সাব্বির রহমান। সবারই প্রথম এশিয়াকাপ হতে যাচ্ছে এবার। এই তারকারাসহ নতুনদের মধ্যেও বাজিমাত দেখাতে পারেন দুই একজন। ২৪ ফেব্রুয়ারি বিকেল দেড়টার দিকে মিরপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ।