বাসচাপায় নিহত স্কুলছাত্রী বড়কান্দি গ্রামের কামাল মিয়ার মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয় একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল আসবেন এমন খবরে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রিকেট প্রেমির ঢল নামে। আশরাফুলকে দেখার জন্য স্কুলছাত্রী পলি আক্তারও ওই মাঠে যাচ্ছিল। আর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।