্রা৭ 'দাদা আমাকে যখন রূপসা চরিত্র করার কথা বলল আমি তো কান্নাকাটি করে একাকার। আমি কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো, এটা সম্ভব নয়'- ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া 'শঙ্খচিল' ছবিতে রূপসা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা সাঁঝবাতিকে যখন বলা হয়েছিল 'তোমাকে রূপসা চরিত্রে অভিনয় করতে হবে।' তারপরের পরের মূহূর্তটা নাকি এমনই ছিল। কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদারের মেয়ের চরিত্রে অভিনয় করা পঞ্চম শ্রেণিতে পড়া সাঁঝবাতির সাথে কথা বলেছেন মাহতাব হোসেন কি করছ সাঁঝবাতি? এইতো স্কুল থেকে আসলাম। এখন গোসল করতে যাব। তার মানে এখনো খাওনি? না না এসেই আগে খেয়েছি তুমি তো এখন তারকা তাই না? হা হা হা, না না আমার মনেই থাকে না ওসব... তবে... তবে কি? না, আমি যখন স্কুলে যাই ছোটরা দৌঁড়ে আসছিল, বলছিল 'তুমি শঙ্খচিলের রূপসা না?' আমি হ্যাঁ বলতেই সবাই আমার অটোগ্রাফ নিতে শুরু করল। আমি তো ছোট মানুষ লজ্জা পেয়ে গেলাম। কিন্তু মজা পাই সবাই যখন তাঁদের আম্মুদের বলে আনুম আপু (স্কুলে আমার নাম আনুম) আমাদের স্কুলে পড়ে। বড় হয়ে কি হতে চাও? আর্কিটেক্ট এক কথায় বলে দিলে আর্কিটেক্ট, অভিনয় করবে না? হ্যাঁ আমি আর্কিটেক্ট হতে চাই, তবে এখন আমার লাইট ক্যামেরা এসব ভালো লাগে। এন্টারটেইনের জন্য অভিনয় হয়তো করবো। তবে আর্কিটেকক্ট মাস্ট। জানি না পরে কি হবে... পড়ালেখা ভালো মতো করো তো? হ্যাঁ হ্যাঁ আমি পড়াশুনা ভালোভাবেই করি। এই যে আজই ক্লাসে সর্বোচ্চ নম্বর পেয়েছি কোন সাবজেক্টে? ম্যাথ-এ বাহ! অংকে তাহলে বেশ ভালো তুমি? এজন্যই তো আর্কিটেক্ট হতে চাই হি হি হি আচ্ছা রূপসা হওয়ার গল্প বলো- দাদা হাবিবর রহমান আমাকে যখন রূপসা চরিত্র করার কথা বলল আমি তো কান্নাকাটি করে একাকার। আমি কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো, এটা সম্ভব নয়। আম্মুই আমাকে বোঝালো গৌতম দাদুর ছবিতে অভিনয় করা যা তা কথা নয়। বলা যায় আম্মুই আমাকে কনভিন্স করে ফেলে। যেখানে কান্নাকাটিই শুরু করলে সেখানে তো ভালোভাবে রূপসা চরিত্র করে ফেললে? আসলে আমাকে শুটিং স্পটে সবাই পুরো কমফোর্ট জোনে রাখার চেষ্টা করেছে। আমি আসলে কোনো দ্বিধার মধ্যেই পড়ি নি। প্রসেনজিৎ আঙ্কেল কুসুম আন্টি কোনো সমস্যাই বুঝতেই দেন নি। সব বলতেন কি লাগবে মা, কেমন লাগছে, খারাপ লাগছে কি না... এসব ক্যামেরার বাইরের অংশ। দেখা গেল ক্যামেরার সামনেও একই ব্যাপারগুলো ঘটল, এবং আমি সাবলীল ভাবে সেই কাজগুলোই করে গেলাম। মনে হয় নি আমি ক্যামেরার সামনে অভিনয় করছি। তোমার রুপসা হওয়ার পেছনে তাহলে প্রসেনজিৎ ও কুসুম শিকদার ছাড়া কঠিন হয়ে যেত? রূপসা হওয়ার পেছনে এদের দুইজনের অবদান বেশ। আর আমার মা তো সবসময়ই আমার সাথে ছিলেন। মা ছাড়া রূপসা হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। বাহ! বেশ মা ভক্ত তো তুমি? মা ছাড়া তো আমি অচল... হি হি হি... গৌতম ঘোষ বলেছিলেন তুমি জন্মগ্রহণ করেছো রূপসা চরিত্রটি করার জন্য... আমার দাদাও বলেছিলেন, পরে কেন জানি আমারও মনে হয়েছিল রুপসা চরিত্রটি আসলেই আমার জন্যই... বই পড়? হ্যাঁ, জে কে রাউলিং আমার প্রিয় তুমি তো ইংরেজি মাধ্যমে পড়ো, তোমার নামের মানে বলো তো দেখি.... সন্ধ্যার বাতি... আপনার নামের মানে কি? আমার নামের ... মানে তো চাঁদ... সত্যি...! সন্ধ্যার আকাশে চাঁদ উঠলে তো বাতি দেওয়ার প্রয়োজন পড়বে না... তুমি বেশ মজার... আপনিও...