5645 বৈশাখী ঢঙে বেণি। ছবি: সুমন ইউসুফশাড়ির সঙ্গে চুল বোধ হয় ছেড়ে দিলেই ভালো লাগবে, কিন্তু বাইরে যা গরম! চুলে খোঁপা বাঁধবেন ভাবছেন, সেটাও তো বেশ পুরোনো স্টাইল। পয়লা বৈশাখের দিনে চুলের বাঁধনে একটু নতুনত্ব না এলে কি চলে? কারণ, সাজের ক্ষেত্রে মেকআপের চেয়ে চুল বাঁধাটাই গুরুত্ব পায় এদিন। চুলে নানা ঢঙের স্টাইলিশ বেণিতে আনতে পারেন নতুনত্ব। আরামও হবে, আবার চলতি ফ্যাশনের সঙ্গে তা মানিয়েও যাবে বেশ। বৈশাখে বিভিন্ন রকম পোশাকের সঙ্গে কয়েক ঢঙের বেণি করে দেখিয়েছেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। আরাধনা ঢঙে খেজুর বেণিআরাধনা ঢঙে খেজুর বেণি ১. প্রথমে চুলকে দুই ভাগে ভাগ করতে হবে। প্রতিটি ভাগের চুল দিয়ে একটি অথবা দুটি বেণি করে নিন। ২. চার আঙুল পর্যন্ত খেজুর বেণি করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। এরপর আবার একইভাবে বেণি করে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিন। চুলের দৈর্ঘ্য বুঝে এভাবে তিন বা চার ধাপে খেজুর বেণি করে নিন। প্রতিটি ধাপ যেখানে শেষ হবে, সেখানে ছোট কোনো ফুল কাঁটার সাহাঘ্যে লাগিয়ে নেওয়া যেতে পারে। ৩. সামনের চুল সাইড করে আঁচড়ে কিছু চুল নিয়ে সাধারণ একটি বেণি করে ফেলুন। ৪. পাশে ও পেছনে, বেণির গোড়ার দিকে অল্প কিছু চুল হাত দিয়ে পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে দিন। চেক বেণিচেক বেণি ১. প্রথমে সমানভাবে চুল ছয় ভাগে ভাগ করে নিতে হবে। ২. এরপর চেক প্রিন্টের মতো করে চুলগুলোকে একটির ওপর আরেকটি নিয়ে বেণি করতে হবে। ৩. এ ধরনের বেণির সঙ্গে সামনে সাইডে সিঁথি করে পেছনের চুল হালকা পাফ করে ফুলিয়ে নিয়ে পারেন। সাইড বেণিসাইড বেণি ১. এক পাশে সিঁথি করুন। সেই পাশের চুল টুইস্ট করে ভাঁজ করার পর সেখান থেকেই বেণি শুরু করে অন্য পাশে গিয়ে শেষ করুন। ২. মাথার মাঝ বরাবর চুলগুলোকে আগেই ফুলিয়ে নিন। ৩. ফোলানো অংশ ও বেণির মধ্যে মুক্তা বসিয়ে দিতে পারেন। দুই বেণিদুই বেণি ১. অর্ধেক সিঁথি মাঝখানে এবং বাকি চুল ফুলিয়ে উঁচু করে বাঁধবেন। ২. দুটি বেণির জন্য দুই পাশে চুল আলাদা করে নিন। এরপর সাধারণ বেণি করে নিন। তবে একটু স্টাইলিশ লুক দেওয়ার জন্য বেণি করার সময় চুলগুলো পেঁচিয়ে নিন। দড়ি ঢঙে বেণিদড়ি ঢঙে বেণি ১. চুলকে চার ভাগে ভাগ করে দুটি দড়ির মতো বেণি করে নিন। ২. দুটি বেণি দিয়ে এবার একটি বেণি করুন। ৩. সামনের চুলগুলো আলগা টুইস্ট করে ক্লিপ লাগিয়ে নিন। ৪. এক পাশে গোলাপ বা অন্য কোনো শুকনো ফুল লাগাতে পারেন।