তিন ম্যাচে টানা তিন হার। এখনো জয়ের মুখ দেখতে না পেরে বেশ হতাশই হয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমে বিদেশি ক্রিকেটারদের ওপর অনেকটাই নির্ভর করেছিল তাঁর দল। তবে কথা দিয়েও আসেননি ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের মতো তারকা ক্রিকেটাররা।

যদিও কিছুটা স্বস্তির খবর পেয়েছেন মাহমুদ। গতকালই নোয়াখালী দলের সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। বিপিএলের অন্যান্য দলেও তারকা বিদেশি ক্রিকেটাররা আসছেন। কিন্তু শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজের কারণে বেশ কয়েকজন ক্রিকেটার চলেও গেছেন।
যদিও এসব ক্রিকেটার সিরিজ শেষে আবার ফিরে আসবেন বলেই দাবি ফ্র্যাঞ্চাইজিগুলোর। আগামী বুধবার ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। শেষ ম্যাচ ১১ জানুয়ারি। এই সিরিজের জন্য বিপিএল থেকে শ্রীলঙ্কায় গেছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। এঁদের মধ্যে রয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান; রংপুর রাইডার্সের ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম; সিলেট টাইটানসের সাইম আইয়ুব এবং ঢাকা ক্যাপিটালসের পেসার সালমান মির্জা। যদিও আগামী সপ্তাহে এই সিরিজ শেষে বিপিএলের ঢাকা পর্বে পাকিস্তানি এই ক্রিকেটাররা যোগ দেবেন বলেই জানিয়েছে দলগুলো।
এর মধ্যে আইএল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের যেসব দলের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে, সেসব দলের তারকা ক্রিকেটাররা বিপিএলে আসতে শুরু করেছেন। সে তালিকায় সবার আগে যোগ দিয়েছেন সিলেটের আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এরই মধ্যে অবশ্য দুটি ম্যাচও খেলেছেন তিনি।

তাঁর স্বদেশি রহমানউল্লাহ গুরবাজ ঢাকা দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা এই উইকেটরক্ষক-ব্যাটারের। দলীয় সূত্রে জানা গেছে, আজ অথবা আগামীকাল চলে আসবেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। এর বাইরে কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটার আনার চেষ্টা করছে ঢাকা।
এদিকে গতকাল রাতে নোয়াখালী দলে যোগ দিয়েছেন নবী। আজই আসার কথা রয়েছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর। এবার সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তিনি। বিদেশি শক্তি বাড়াচ্ছে রাজশাহীও। নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে দলে ভিড়িয়েছে তারা। আগামী মঙ্গলবার অথবা বুধবার সিলেটে আসবেন তিনি। জিম্বাবুয়ের রায়ান বার্ল এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিমও একই সময়ে রাজশাহী দলের সঙ্গে যুক্ত হবেন বলেই জানা গেছে।