বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের সংশোধিত সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী পুরো চট্টগ্রাম পর্ব বাতিল করা হয়েছে। একই সঙ্গে সিলেট পর্ব বাড়ানো হয়েছে ১২ জানুয়ারি পর্যন্ত।
আগের সূচিতে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। চট্টগ্রাম পর্ব হওয়ার কথা ছিল ৫ থেকে ১২ জানুয়ারি। সূচি বদলের পর সিলেট পর্ব শেষ হলে টুর্নামেন্ট যাবে ঢাকায়। ঢাকায় ম্যাচ শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।
৩০ ডিসেম্বরের যে ম্যাচগুলো স্থগিত হয়েছিল, সেগুলো আবার নতুন সূচিতে যোগ করা হয়েছে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেদিনের ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল।
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দল ২৬ তারিখে রওনা দেবে। যাওয়ার আগে কোচদের সঙ্গে জাতীয় দলকে কিছু সময় দিতে হবে।’
তিনি আরও জানান, চট্টগ্রামে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ক্ষেত্রে লজিস্টিক সমস্যাও ছিল। এসব বিষয় বিবেচনা করেই নতুন সূচি চূড়ান্ত করা হয়েছে।
নতুন সূচিতে সিলেট টাইটান্স লিগ পর্বের ১০ ম্যাচের মধ্যে ৯টি খেলবে সিলেটে। চট্টগ্রাম রয়্যালস তাদের শেষ তিনটি লিগ ম্যাচ একটানা খেলবে ঢাকায়।
কোয়ালিফায়ার ও এলিমিনেটরের দিন অপরিবর্তিত রাখা হয়েছে। বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।
বিপিএলের নতুন সূচি
১ জানুয়ারি: সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস, সিলেট, দুপুর ১টা
১ জানুয়ারি: রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, সন্ধ্যা ৬টা
২ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ২টা
২ জানুয়ারি: সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৭টা
৪ জানুয়ারি: সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ১টা
৪ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৬টা
৫ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটান্স, সিলেট, দুপুর ১টা
৫ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৬টা
৭ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস, সিলেট, দুপুর ১টা
৭ জানুয়ারি: চট্টগ্রাম বনাম সিলেট টাইটান্স, সিলেট, সন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, দুপুর ১টা
৮ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স, সিলেট, সন্ধ্যা ৬টা
৯ জানুয়ারী: রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ২টা
৯ জানুয়ারী: নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৭টা
১১ জানুয়ারী: রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স, সিলেট, দুপুর ১টা
১১ জানুয়ারী: নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস, সিলেট, সন্ধ্যা ৬টা
১২ জানুয়ারী: সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স, সিলেট, দুপুর ১টা
১২ জানুয়ারী: রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস, সিলেট, সন্ধ্যা ৬টা
১৫ জানুয়ারী: চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা, দুপুর ১টা
১৫ জানুয়ারী: রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স, ঢাকা, সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারী: রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, ঢাকা, দুপুর ২টা
১৬ জানুয়ারী: চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা, সন্ধ্যা ৭টা
১৬ জানুয়ারী: চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা, সন্ধ্যা ৭টা
১৭: রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা, দুপুর ১টা
১৭ জানুয়ারী: চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস, ঢাকা, সন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারী: এলিমিনেটর: র্যাঙ্ক ৩ বনাম র্যাঙ্ক ৪, ঢাকা, দুপুর ১টা
১৯ জানুয়ারী: কোয়ালিফায়ার ১: র্যাঙ্ক ১ বনাম র্যাঙ্ক ২, ঢাকা, সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারী: কোয়ালিফায়ার ২: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত বনাম এলিমিনেটরের বিজয়ী, ঢাকা, সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারী: ফাইনাল: বিজয়ী প্রথম কোয়ালিফায়ার বনাম বিজয়ী দ্বিতীয় কোয়ালিফায়ার, ঢাকা, সন্ধ্যা ৭টা
তথ্য সূত্র : যুগান্তর