u89 অভিনেত্রী পূর্ণিমা খুবই কম নাটকে অভিনয় করেন। আসছে ঈদের জন্য তিনি একটি টেলিছবিতে অভিনয় করছেন। এওি টেলিছবিতে নায়ক হৃদয় খান। এস এ হক অলিকের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ফিরে যাওয়া হলো না’ টেলিছবিটির এখন শুটিং চলছে। গায়ক হৃদয় খান প্রথমবারের মতো নাটকের ক্যামেরার সামনে দাঁড়ান। নুসরাত ইমরোজ তিশাকে পেয়েছেন নায়িকা হিসেবে। নাটকটি প্রচার হবে ঈদে। এর কাজ শেষ হতে না হতেই দ্বিতীয় নাটকের শুটিং শুরু করেছেন জনপ্রিয় এই গায়ক।