
ইংল্যান্ডের বার্মিংহামে কনসার্ট চলছে পপ তারকা অ্যাডেলের। সেখানে এক দর্শককে বেছে নিলেন তারকা। সেই ভাগ্যবতী দর্শকের একটাই গুণ। এমিলি বামফোর্থ নামের সেই নারী পুরোপুরি অ্যাডেলের মতো দেখতে।
এমিলির স্বামী টম উইঙ্কলার টুইটারে অ্যাডেলে এবং তার স্ত্রীর চেহারার মিলের বিষয়টি সোশাল মিডিয়ায় তুলে দেন। তখনই তা সবার নজরে পড়ে। এর আগেও টম তার স্ত্রীর সঙ্গে অ্যাডেলের চেহারার মিল তুলে ধরে একটি ভিডিও তৈরি করে ইউটিউবে।
বিষয়টি অ্যাডেলেরও নজর এড়ায়নি। এই গ্র্যামি বিজয়ী তার মতোই দেখতে ভক্তের সঙ্গে সেলফি তুললেন। এতে বেজায় খুশি এমিলি এবং তার স্বামী।