বিদেশি অর্থ স্থানান্তরের ফিলিপিনো কোম্পানি ফিলরেম (PhilRem Service Corporation) তাদের ভুল স্বীকার করেছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের যে ৮১ মিলিয়ন ডলার তারা স্থানান্তর করেছিল তার লভ্যাংশ হিসেবে ১০.১৭ মিলিয়ন পেসো’র (ফিলিপিনো মুদ্রা) বা প্রায় ১ কোটি ৭৮ লাখ ২৭ হাজার টাকার একটি চেক তারা বাংলাদেশকে দেবে বলে জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ফিলিপাইনে সিনেটের শুনানিতে ফিলরেম সার্ভিস করপোরেশনের সভাপতি সালুদ বাউতিস্তা বলেন, তাঁরা ওই অর্থ বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন। প্রথমে তাঁরা প্রশ্নবিদ্ধ ওই অর্থ পেসোতে রূপান্তরের ব্যাপারে আগ্রহীও ছিলেন না।
সিনেটে শুনানির সময় সালুদ বলেন, ‘আমরা দুঃখিত। বাংলাদেশ সরকারের কাছে তাদের প্রতিষ্ঠান ১০ মিলিয়ন পেসোর একটি চেক পাঠাবে। এটা ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ রূপান্তরের তাঁদের প্রতিষ্ঠানের লাভের এক শতাংশের চার ভাগের এক ভাগ।’ সালুদ দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠান ফিলরেম জানত না যে এই টাকা বাংলাদেশ থেকে চুরি করে আনা হয়েছিল।
শুনানির সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত রিচার্ড গোমেজ সেখানে উপস্থিত ছিলেন।