
সালমান খান বলিউডে সবচেয়ে দীর্ঘদিন ধরে ‘ব্যাচেলরহুডে’র স্ট্যাটাস বহন করে বেড়ানো তারকা অভিনেতা। শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ২০১৬-র শেষে অবশেষে ভাঙতে চলেছে সালমানের এই ‘ব্যাচেলর’ স্ট্যাটাস। বিয়ে করতে চলেছেন তিনি তাঁর বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুরকে। কিন্তু তারমধ্যে ফের শোনা গেল চমকানোর মতো আরও একটি খবর। ফের একসঙ্গে সালমান ও তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাট।
তবে সালমান-ক্যাটরিনা এবার অফস্ক্রিনে নয়, দীর্ঘদিন পরে এক হতে চলেছেন অন-স্ক্রিনে। কবীর খানের ছবি ‘টিউবলাইট’-এ প্রথমে সালমানের সঙ্গে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু পরে জানা গেল, দীপিকাকে সরিয়ে সালমানের বিপরীতে সেই জায়গায় এসেছেন ক্যাটরিনা কাইফ। যদিও এখবরের সত্যতা সম্পর্কে এখনও কিছু স্বীকার করেননি পরিচালক কবীর খান। তবে খবর যদি সত্যি হয় তাহলে সালমান-ক্যাট ভক্তরা খুব দ্রুত আবার তাঁদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।