হ্যালোটুডে ডেস্কঃ নাগেশ্বরীতে প্রেমিকের সাথে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক প্রেমিকা। থানায় মামলা। প্রেমিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এলাকার ইব্রাহীম আলীর কলেজ পড়ুয়া মেয়ে (১৮) কে প্রেমিক ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় এলাকার আমিনুর রহমান শাওন (২০) ও তার বন্ধু বলদিয়া এলাকার আবু তালেব মুরাদ বাড়ি থেকে এনে ভূরুঙ্গামারী ঘুড়ে নাগেশ্বরীতে নিয়ে আসে। গতকাল রাত ৮টার দিকে বেরুবাড়িতে মেয়েটির বোনের বাড়ির যাওয়ার পথে ওই এলাকার কসমত আলী মাস্টারের ছেলে জাহানুর রহমান (৩২), আব্দুর রহমানের দুই ছেলে সিরাজুল ইসলাম (২৪) ও এরশাদুল হক (২৮), আব্দুল জলিলের ছেলে মকবুল হোসেন (৩৫) এবং খয়বর আলীর ছেলে আলআমিন (২৮), প্রেমিক ও তার বন্ধুসহ মেয়েটিকে জোর করে নির্জন স্থানে ধানক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। রাত ১২টার দিকে এলাকাবাসীর ফোনে বিষয়টি জানতে পেরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং প্রেমিক শাওন ও তার বন্ধু মুরাদকে আটক থানায় নিয়ে আসে। পরে মেয়ের বাবা ইব্রাহীম আলী বাদী হয়ে নাগেশ্বরী থানায় প্রেমিকসহ ৮ জনকে আসামী করে মামলা করলে পুলিশ ধর্ষক জাহানুরকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) বদরুল আলম জানান, মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তিনজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের আটকের চেষ্টা চলছে।