হ্যালোটুডে ডটকম: প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারে দক্ষতার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত ও উন্নয়ন কাজ তরান্বিত করা সহজ হবে।
বুধবার নিজের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৫টি উপজেলায় ‘আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’ এর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিশ্ব এগিয়ে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আসছে। বাংলাদেশ কোনোমতেই পিছিয়ে থাকতে পারে না।”
নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সমাজকে দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন করা, আরও ব্যাপকভাবে নিরীক্ষা কার্যক্রম চালানো এবং উন্নয়নের গতিকে তরান্বিত করা- এই কাজগুলি খুব সহজ হয় শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।”
বাংলাদেশ তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে এগিয়ে যাচ্ছে তাও অনুষ্ঠানে তুলে ধরেন সরকারপ্রধান।
গত সাত বছরে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ৩০ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে দেশের সব শিক্ষা কার্যক্রম প্রযুক্তিনির্ভর হবে।
দেশের সব উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র ও রিসোর্স সেন্টার গড়ার এই কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো।
বাংলাদেশ সরকার ও কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের প্রথম ধাপে বাছাই করা ১২৫টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র ও তথ্য ভাণ্ডারের উদ্বোধন হলো বুধবার। এতে খরচ হয়েছে ৪০৩ কোটি টাকা।