আমির খানের সেরা ১০ মুভি - Bollywood Celebrity News: Amir Khan's Top 10 Movies
আমার মতে আমির খানের সেরা দশ মুভি লিস্ট দিলাম। আপনাদের লিস্ট দেখতে চাই জানতে চাই আপনাদের পছন্দ। লিস্ট দেওয়া আছে রিলিজ ডেট অনুসারে। জো জিতা ওহি সিকান্দার - Jo Jeeta Wohi Sikandar রিলিজ ডেট : ২২ মে ১৯৯২ চাহে তুম কুচ না কাহ মেনে সুনলিয়া… পেহেলা নেশা এই গানের জন্য এই মুভিটার কথা কখনও ভুলতে পারিনা। আমার অন্যতম প্রিয় গান। সারফারোশ - Sarfarosh রিলিজ ডেট : এপ্রিল ৩০, ১৯৯৯ আমির খানের একটি পাওয়ার প্যাক পারফরমেন্স বলা যায় সারফারোশ মুভি। লাগান - Lagaan রিলিজ ডেট : জুন ১৫, ২০০১ আমির খানের এই মুভিটি অস্কার এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দিল চাহতা হে - Dil Chahta Hai রিলিজ ডেট : আগস্ট ১০,২০০১ বন্ধু নিয়ে হিন্দি যত মুভি দেখেছি দিল চাহতা হে তার মধ্যে অন্যতম সেরা মুভি। রং দে বাসন্তী - Rang De Basanti রিলিজ ডেট : জানুয়ারি ২৬, ২০০৬ এই মুভির মূল থিম হল ইন্ডিয়ার দুর্নীতি নিয়ে। ফানা - Fanaa রিলিজ ডেট : মে ২৬, ২০০৬ আমার দেখা আমির খানের অন্যতম সেরা রোমান্টিক মুভি। তারে জামিন পার - Taare Zameen Par রিলিজ ডেট : ডিসেম্বর ২১, ২০০৭ তারে জামিন পার এই মুভির শেষ সিন টা যতবার দেখেছি কোন বারেই কান্না থামাতে পারিনি কারন জানিনা। থ্রি ইডিয়ট - 3 Idiot রিলিজ ডেট : ডিসেম্বর ২৩, ২০০৯ আমার দেখা হিন্দি মুভির মধ্যে অন্যতম সেরা মোটিভেশনাল মুভি। ধুম ৩ - DHOOM 3 রিলিজ ডেট : ডিসেম্বর ২০, ২০১৩ আমির খানের ডাবল রোল এই মুভিতে, সেরা অভিনয়ের অন্যতম। পিকে - PK রিলিজ ডেট : ডিসেম্বর ১৮, ২০১৪ আমির খানের প্রিয় সব মুভির গল্প ব্যাতিক্রমধর্মি হয়। তবে পিকের গল্প সেরাদের সেরা।