আষাঢ়ের ঘনঘটায় এবার উৎসবের আমেজ। বৃষ্টি ধোঁয়া প্রকৃতি সজীবতায় পূর্ণ এখন। এ সময় রাস্তায়, বাড়ির বাগানে মন কেড়ে নেয় নানা ফুলের সুগন্ধ। সাধারণ একটি ফুল, অসাধারণ স্নিগ্ধতা এনে দেয় উৎসবের সাজে। ঘরোয়া অনুষ্ঠান অথবা বড় কোনো আয়োজন, ফুল মানিয়ে যায় সবখানেই।
স্নানে স্নিগ্ধতা
সকালে গোসল করে নিলে সারা দিন থাকে সজীবতা। গোসলের আগে চুলে তেল মালিশ করা ভালো। চুলে তেল মালিশ করার কাজটা এক দিন পরপর করতে পারেন। এ ছাড়া স্ক্রাবিংয়ের জন্যও বেছে নিতে পারেন গোসলের আগের সময়টা। সমপরিমাণ চালের গুঁড়া, দুধ, মধু, শসা ও গাজরের রসের সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল মিশিয়ে নিয়ে পুরো শরীরে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর মালিশ করে পরিষ্কারভাবে ধুয়ে ফেলুন। তবে স্ক্রাবিং প্রতিদিনের জন্য নয়, সপ্তাহে এক দিন স্ক্রাবিং করুন।
বাথটাবে বেলি ফুল, গোলাপ বা কাঠগোলাপের পাপড়ি কিংবা ছড়িয়ে দিতে পারেন। ফুলের সুঘ্রাণে স্নিগ্ধতা পাবেন। চাইলে ফুলের পরিবর্তে এসেনশিয়াল অয়েলও কাজে লাগাতে পারেন। ১৫-২০ মিনিট পর সাবান দিয়ে গোসল করে ফেলুন।
চাইলে নিমপাতা আর আদা জ্বাল দেওয়া কুসুম গরম পানিতেও গোলাপের পাপড়ি আর বেলি ফুল ছড়িয়ে নিতে পারেন। অথবা বাথটাবে একটু দুধ মিশিয়ে ‘মিল্ক বাথ’ নিতে পারেন। একটু বেশি সময় বাথটাবে থাকতে চাইলে মাথার নিচে তোয়ালে পেঁচিয়ে রাখা ভালো। সঙ্গে মোম রাখতে পারেন, পরিবেশটা অন্য রকম লাগবে।