
প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা। তাঁর ভক্তের সংখ্যা নেহাৎ কম নয়! বলিউড ছেড়ে হলিউডে পা রেখেছেন প্রিয়ঙ্কা। এ হেন প্রিয়ঙ্কা মিস ইন্ডিয়া ২০০০-এর প্রথম রানার আপ। পরবর্তীকালে প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড হন।
মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন শাহরুখ খান, মহম্মদ আজহারউদ্দিন-সহ আরও অনেকে। প্রিয়ঙ্কাকে প্রশ্ন ছুড়ে দেন স্বয়ং 'কিং খান'। বিচারকের মঞ্চে তখন বসে মহম্মদ আজহারউদ্দিন-সহ আরও অনেকে। সবার চোখ প্রিয়ঙ্কার দিকে। শাহরুখের প্রশ্ন ছিল, কাকে তুমি বিয়ে করতে চাও? ক্রিকেটার? নাকি অভিনেতা? না ব্যবসায়ী? আজহার সামনে। শাহরুখ নিজে প্রশ্ন করছেন।
এমন প্রশ্ন শুনলে অনেকেই ঢোক গিলতেন। গুলিয়ে যেত উত্তর। প্রিয়ঙ্কা চোপড়া ভ্যাবাচাকা খাওয়ার বান্দা নন। তিনি যথেষ্ট সপ্রতিভ। সাবলীল। শাহরুখের প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে একটুও না-ভেবে প্রিয়ঙ্কার জবাব, অবশ্যই ক্রিকেটার। কারণ ক্রিকেটার দেশকে গর্বিত করেন। মহম্মদ আজহারউদ্দিন কী ভাবলেন কে জানেন! সেই জবাব শোনার পরে শাহরুখের মুখও হয়তো পানসে হয়ে গেল। প্রিয়ঙ্কার পছন্দের পাত্র কে তাতো বোঝাই গেল!
এখন যদি প্রিয়ঙ্কাকে একই প্রশ্ন করা যায়, তাহলে তাঁর উত্তর কী হতে পারে?
সূত্র : এবেলা