
প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ-এর আগামীকালের ম্যাচে লড়বে রাজশাহী বিভাগের দল ‘রাজশাহী রিদমস’ এবং কুমিল্লা বিভাগের দল ‘কুমিল্লা কোরাস’। এতে কুমিল্লা কোরাসের নেতৃত্ব দিচ্ছেন সংগীতশিল্পী সালমা এবং রাজশাহীর সংগীতশিল্পী মাহাদি ফয়সাল।
জমজমাট ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেভেনআপ প্রিমিয়ার লিগ-এর তৃতীয় ম্যাচে রাজশাহী রিদমসের হয়ে খেলছেন হৃদয়, সাদ্দাম, রোমেল ও সাদিয়া। অন্যদিকে, কুমিল্লা কোরাস-এর হয়ে অংশ নিচ্ছেন দীপ, শ্রাবণী, শান্তা, ইতানা।
এই ম্যাচটি তিন রাউন্ডে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এই পর্বেও বিচারক থাকছেন পার্থ বড়ুয়া, শাকিলা জাফর ও বাপ্পা মজুমদার। আগামীকাল সন্ধ্যায় সাতটা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।