m বলিউডের এই কিউট গার্ল চরিত্রের প্রয়োজনে এমন পেশীবহুল দেহ বানাতে পারেন সেটা খুব আশ্চর্যের নয়। কারণ অভিনয় এবং চরিত্রের প্রতি ভীষণ দায়িত্বশীল ক্যাট। সম্প্রতি ‘জানেমন আহ’ আইটেম নম্বরে পেটের পেশী দেখিয়ে নয়া লুকে চমকে দিয়েছিলেন পরিণীতি চোপড়া। এ বার সেই পথে হেঁটে আরও একবার দর্শকদের নজর কাড়লেন ক্যাটও। এই মুহূর্তে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে নিত্য মেহরার ‘বার বার দেখো’র শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা। সেই ছবির আইটেম নম্বর ‘কালা চশমা’র শুটিংয়েই তার এই আইটেম নম্বরে ক্যাটকে দেখে ‘চিকনি চামেলি’র সেই জাদুর কথা মনে পড়তে বাধ্য। এমনকী, নায়িকার আউটফিটেও মিল আছে যথেষ্ট। কিছুদিন পরেই মুক্তি পাবে। তবে ‘চিকনি চামেলি’র মতো ‘কালা চশমা’ও কি বলিউডের ‘পার্টি সঙ’ হয়ে উঠতে পারবে?